• facebook
  • twitter
Wednesday, 13 August, 2025

রবিনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ শাহজাহানের স্ত্রীর

জেলে বসেই সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান হুমকি দিচ্ছেন বলে বুধবার অভিযোগ তুলেছিলেন সরবেড়িয়ার বাসিন্দা রবিন মণ্ডল।

ফাইল চিত্র

জেলে বসেই সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান হুমকি দিচ্ছেন বলে বুধবার অভিযোগ তুলেছিলেন সরবেড়িয়ার বাসিন্দা রবিন মণ্ডল। এ বার রবিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। তাঁর অভিযোগ, শাহজাহানের মাছের আড়তে কাজ করার সময় রবিন ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন। বুধবার রাতে রবিনের বিরুদ্ধে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছেন তসলিমা। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছেন রবিন মণ্ডল। তাঁর দাবি, তিনি শাহজাহানের মাছের আড়তে কোষাধ্যক্ষ হিসেবে কাজ করতেন না। তিনি মুহুরির কাজ করতেন। দেদার মোল্লা টাকাপয়সার হিসাব রাখতেন। তিনিই লেনদেনের কাজ করতেন। ভুয়ো অভিযোগ তুলে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন রবিন।

পুলিশকে তসলিমা জানিয়েছেন, রবিন মণ্ডল তাঁদের মাছের ভেড়ির দেখাশোনা করতেন। শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি টাকা আত্মসাৎ করা শুরু করেন। মাত্র কয়েক মাসের মধ্যে তিনি প্রায় ২৫ লক্ষ টাকা নয়ছয় করেছেন। বিষয়টি প্রকাশ্যে চলে আসায় শাহজাহানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন রবিন।

উল্লেখ্য, বুধবারই রবিন মণ্ডল অভিযোগ তুলেছিলেন, জেলে বসেই তাঁকে ফোনের মাধ্যমে হুমকি দিচ্ছেন শেখ শাহজাহান। রবিনের দাবি, বহিষ্কৃত এই তৃণমূল নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে মুখ খোলায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এরপরই বুধবার রাতে রবিনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানালেন শাহজাহানের স্ত্রী। যদিও প্রশ্ন উঠছে, এত বড় অঙ্কের কারচুপির হলে আগে কেন পুলিশকে জানানো হয়নি?