• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

শাসনে যুবককে পিটিয়ে হত্যা, বিক্ষোভ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড শাসনে। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী।

এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড শাসনে। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। তাঁদের মধ্যে শাসন থানার আইসি-ও রয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মৃতের আত্মীয়দের বক্তব্য, থানায় অভিযোগ জানাতে গেলে ফিরিয়ে দেওয়া হয় তাঁদের। পুলিশের তরফে দাবি করা হয়, ওই যুবক আত্মহত্যা করেছে। এর পরেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মৃতদেহে রেখে বিক্ষোভ শুরু হয়। রাতেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এর ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় শাসন থানার পুলিশ। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পাল্টা আক্রমণের মুখে পড়ে তারা। আইসি-সহ পাঁচ জখম হয়েছেন। বিক্ষোভকারীদের মধ্যে থেকে কয়েক জনকে আটক করে রাতেই নিয়ে যাওয়া হয় শাসন থানায়।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আলামিন সাহাজি। শাসন থানার অন্তর্গত মহিষগদি সাহাজিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। রবিবার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, বছর খানেক ধরে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল আলামিনের। সেই সম্পর্কে অবনতির কারণে তাঁকে পিটিয়ে খুন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পিটিয়ে খুন করার পর দেহটি ওই যুবকের বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়। পুলিশের অভিযোগ জানাতে গেলে থানা থেকে বলা হয়, ওই আত্মহত্যা করেছেন। এর পরেই মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ শুরু হয়।