খড়গপুর মিডিয়া কর্নারের উদ্যোগে আয়োজিত সরস্বতী পুজো এবারে ১৪তম বর্ষে পা দিল। সংগঠনের সভাপতি সমর চক্রবর্তী বলেন, প্রতি বছরের মতো এবারও সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে মিডিয়া কর্নার। শতাধিক ছাত্র-ছাত্রী ও দুঃস্থ ব্যক্তির হাতে স্কুল ব্যাগ সহ পাঠ্য সামগ্রী, শাড়ি, শীতবস্ত্র ও টি শার্ট তুলে দেওয়া হয়।
এছাড়াও পথ নিরাপত্তা নিয়ে একটি সচেতনতামূলক পথনাটিকা বিভু কানুনগোর নেতৃত্বে উপস্থাপন করে স্কাউট গাইড ফেলোশিপ। উপস্থিত ছিলেন কাউন্সিলর অপূর্ব ঘোষ, সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, দেবু গাঙ্গুলী, ডা: সুমন দাস প্রমুখ।