মেদিনীপুর থেকে হাওড়াগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা। লোকাল ট্রেন তখন চলতে শুরু করেছিল, তাতেই কোনওক্রমে ওঠার চেষ্টা করছিলেন বৃদ্ধা। ট্রেনের গতি বেড়ে যেতেই নিয়ন্ত্রণ হারান তিনি। চাকার তলায় পড়েই যাচ্ছিলেন, সাক্ষাৎ ঈশ্বরের দূতের মত ছুটে এলেন দূরে কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল।
বৃদ্ধাকে জাপটে ধরে কোল পাঁজা করে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন তিনি। প্রাণে বাঁচলেন মহিলা। পুরো ঘটনার মুহূর্তগুলি ধরা পড়েছে সিসিটিভিতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে। এদিন মেদিনীপুর হাওড়া ডাউন লোকাল ট্রেন এ করে কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা। ট্রেন তখন চলতে শুরু করেছিল এক নম্বর প্লাটফর্ম থেকে।
Advertisement
ওই বৃদ্ধা প্রাণপণে ওই ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। তিনি যতই চেষ্টা করছিলেন ট্রেনের গতিও ক্রমে বাড়ছিল। কিন্তু তিনি কোনওভাবে ট্রেনের বগির হাতল ধরে ফেলেছিলেন। শেষে ছুটতে না পেরে হাতল ধরা অবস্থাতেই ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন বৃদ্ধা।
Advertisement
Advertisement



