ঘরবন্দি শিশুদের মাঠমুখী করতে উদ্যোগী হল কালনা পৌরসভা। শুরু হল এলাকায় বন্ধ হয়ে থাকা দুটি পার্কের সংস্কারের কাজ। নতুন করে সংস্কার হওয়ার কাজ খতিয়ে দেখতে সেখানে হাজির হন কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পোড়েল। তিনি বলেন, কালনার ঘটকপাড়া ও লায়ন্স ক্লাবের সামনে দুটি পার্ককে পুনরায় সংস্কার করে নতুনভাবে সাজানোর জন্য প্রায় ৮০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
আর সেই টাকাতেই শুরু হয়েছে কাজ। ইংরেজি নতুন বছরে শিশুদের জন্য পার্কটি খুলে দেওয়া হবে। লকডাউনের সময় কালনা লায়ন্স ক্লাবের সামনে থাকা পুরবিতান পার্কটি অগ্নিসংযোগের জেরে পুরো ভস্মিভূত হয়ে গিয়েছিল। এরপর সেই পার্কটিকেও নতুনভাবে সাজানোর পরিকল্পনা করেছে পৌরসভা।
Advertisement
Advertisement
Advertisement



