চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুকে কেন্দ্র করে শনিবার গভীর রাতে চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট জেলা হাসপাতালে। পরিবার সূত্রে খবর, মৃত যুবকের নাম আদিত্য মহন্ত। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার রাত ১০ টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের তরফে অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে পুরুষ ওয়ার্ডে বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর পরিজনেরা। বালুরঘাট থানার পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আদিত্যের পরিবার সূত্রে জানা গিয়েছে, দিল্লির একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। পুজোর ছুটিতে বাড়িতে এসে তাঁর শ্বাসকষ্টের সমস্যা তৈরি হওয়ায় তাঁকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করানোর পরেও ,সঠিকভাবে তাঁর চিকিৎসা করা হয়নি। এমনকি তাঁরা বারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরের দাবি জানালেও কর্তৃপক্ষ তাতে গুরুত্ব দেয়নি।
আদিত্য যে চিকিৎসকের অধীনে ছিলেন, তিনি নিজের চেম্বার নিয়ে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে। মৃতের কাকা পিংকু মহন্ত বলেন, ‘চিকিৎসক এবং নার্সদের গাফিলতির কারণেই আমার ভাইপোর মৃত্যু হয়েছে। আমরা সঠিক তদন্ত এবং দায়ী চিকিৎসকের শাস্তি চাই এবং এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দেবো।’
Advertisement
আদিত্যের অন্য এক কাকা বিক্রম মহন্ত বলেন, ‘সন্ধ্যায় চিকিৎসককে খবর দেওয়া হলেও তিনি রাতের দিকে রোগীর মৃত্যুর পর উপস্থিত হন।’ বালুরঘাট হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, ‘রোগীর মৃত্যুর পর শনিবার রাতে তাঁর পরিবারের সদস্যরা বিক্ষোভ করেছেন বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
Advertisement
Advertisement



