মানসিক ভারসাম্যহীন মহিলাকে দিনের পর দিন গণধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শালবনীর গড়মাল গ্রামে। লাগাতার গণধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়েছেন ওই মহিলা। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
কয়েকদিন ধরের শরীর ঠিক যাচ্ছিল না বছর ৩৫–এর মানসিক ভারসাম্যহীন এক মহিলার। এরপরই পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন জানা যায়, ওই মহিলা ৬ মাসের অন্তঃসত্ত্বা। এরপর পরিবারের সদস্যরা মহিলার কাছ থেকে গোটা বিষয়টি জানার চেষ্টা করেন। বাড়ির লোকজনকে নির্যাতিতা জানান, গ্রামেরই তিন যুবক লাগাতার তাঁকে গণধর্ষণ করেছে। বিষয়টি জানার পরই পিড়াকাটা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।
ঘটনার তদন্তে নেমে বুধবার তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম, সোমনাথ সরেন, রঞ্জন মাহাতো ও বিদ্যাচরণ মাহাতো। তাঁদের আদালতে পেশ করা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।