রাগের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি মালদহের চাঁচল থানার অন্তর্গত ভাকরী গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামের। মৃতের নাম নাজিদা পারভিন (২৬)। তাঁর স্বামী নওয়াজ শরিফকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ওই যুবক খুনের কথা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাজিদা ও নওয়াজের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বছর দশেক আগে বিয়ে হয় তাঁদের। তাঁদের দুই পুত্রসন্তানও রয়েছে। প্রতিবেশীদের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। সোমবার রাতেও অশান্তি হয়েছিল দু’জনের মধ্যে। সম্ভবত রাগের বশেই নাজিদার গলা টিপে শ্বাসরোধ করে খুন করেন নওয়াজ।
নাজিদার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় চাঁচল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক প্রতিবেশী বলেন, ‘ওদের মধ্যে প্রায়ই অশান্তি হত। সোমবার রাতেও ঝগড়া হয়। কিছুক্ষণ পর আমাকে একজন ডেকে জানান, নাজিদা মারা গিয়েছে।’
মৃতের বাবার অভিযোগ, নওয়াজই খুন করেছেন তাঁর মেয়েকে। যদিও কী কারণে খুন, তা নিয়ে কিছু বলতে পারেননি তিনি। নুরুল ইসলাম জানান, সোমবার রাতে মেয়ে ও জামাই তাঁর বাড়ি এসেছিলেন। রাতে খাওয়াদাওয়া সেরে নিজের বাড়ি ফিরে যান। মাঝরাতে তিনি নাজিদার মৃত্যুর খবর পান। গলায় দাগ রয়েছে, তা তিনিও লক্ষ্য করেছেন বলে দাবি নুরুলের।