• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ দেড় বছরের গ্রিতভের নাম নথিভুক্ত

বয়স মাত্র দেড় বছর। কিন্তু গড়গড় করে সে বলে দিতে পারে বিভিন্ন সবজি, ফল, পশু, যানবাহন, রং, নিজের দেহের কুড়িটি অঙ্গ-প্রত্যঙ্গের নাম।

বয়স মাত্র দেড় বছর। কিন্তু গড়গড় করে সে বলে দিতে পারে বিভিন্ন সবজি, ফল, পশু, যানবাহন, রং, নিজের দেহের কুড়িটি অঙ্গ-প্রত্যঙ্গের নাম। এখানেই শেষ নয়। ইতিমধ্যেই পশু-পাখির আওয়াজ নকল এবং বিভিন্ন বস্তু শনাক্তকরণেও সক্ষম সে। আর তার এই প্রতিভার স্বীকৃতি দিল ‘ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস’। সেখানে নাম নথিভুক্ত হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের খুদে গ্রিতভের। বাবা সন্দীপ ঘোষ ভারতীয় নৌসেনার মাস্টার সেফ। মা রাজশ্রী ঘোষ গৃহবধু। বাড়ি বহরমপুর থানার ইন্দ্রপ্রস্থ জয়চাঁদ রোডে। গ্রিতভের জন্ম বিশাখাপত্তনমে। তারপর সেখানে এবং বহরমপুর শহরেই তার বড়ো হয়ে ওঠা। মাত্র দেড় বছর বয়সে তার এই স্বীকৃতি প্রাপ্তিতে মা, বাবা, আত্মীয়স্বজন ছাড়াও পাড়ার সকলে ভীষণ খুশি।

গ্রিতভের মা জানান, ‘‘আমি ওকে বিভিন্ন বই পড়ে সবজি, ফল, পশু, যানবাহন, রং, নিজের দেহের অঙ্গ-প্রত্যঙ্গের নাম শেখাতাম। আমি মুখে মুখে বলতাম, আর ও তা শুনে শিখত। এভাবে ছোটো থেকেই বইয়ের ওপর ওর ভীষণ আগ্রহ জন্মে যায়। তারপর একদিন দেখি ও গড়গড় করে নিজে থেকেই বলে দিচ্ছে সমস্ত নাম। হুবহু নকল করছে বিভিন্ন পশু-পাখির আওয়াজ। সমস্তটা ভিডিও করে পাঠাতে থাকি। এরপরই ওর প্রতিভার স্বীকৃতি জানায় ‘ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস’। স্বীকৃতি হিসাবে ওকে শংসাপত্র, মেডেল, সুদৃশ্য কলম এবং ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৫ বইটি প্রদান করা হয়েছে। এটা ভেবেই ভালো লাগছে, সারা জীবনের জন্য গ্রিতভের নাম নথিভুক্ত হয়ে থাকবে এই রেকর্ডস বইয়ে।’’

Advertisement

Advertisement

Advertisement