অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। তাঁদের মধ্যে দু’জন নাবালক। হাওড়ার বাগনান থানার জয়পুর এলাকার তেঁতুলমুড়ি এলাকার ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। দেহগুলি উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাগনান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম বিকাশ ঘোষ (৩০), রীতেশ ঘোষ (১৬) ও রাকেশ মণ্ডল (১৬)। তাঁরা হাওড়ার বাগনান থানার বাইনান বাজারের বাসিন্দা। রীতেশ ও রাকেশ এই বছর মাধ্যমিক পাশ করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতদের পাড়ার একটি নাচের দল রয়েছে। সেই নাচের দলের সঙ্গে অনুষ্ঠান দেখতে তাঁরা ঝামটিয়া তেলিবেড়িয়া গিয়েছিলেন। শনিবার সেখানে কালীপুজো হয়। তারপর রবিবার ছিল অনুষ্ঠান। সম্ভবত সেই অনুষ্ঠান দেখে তিনজন একটি বাইকে করে মাঝরাতে বাড়ি ফিরছিলেন।
পুলিশের অনুমান, ফেরার পথে কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইক। রাস্তায় ছিটকে পড়ে তিনজনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। গভীর রাত হওয়ায় ঘটনাটি জানাজানি হয়নি। সকালে স্থানীয়রাই তিনজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। বাগনান থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, তীব্র গতিতে মোটরবাইক চালানোর ফলে এই মর্মান্তিক মৃত্যু।
ঘটনাস্থলে যান বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস হাজরা। তিনি বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। আমরা ওদের ভালোমতোই চিনি। পরিবারের পাশে রয়েছি। দুর্ঘটনার পর তিনজনের কেউ একজন কিছুক্ষণ জীবিত ছিলেন। ওই নাচের দলের লোকেদের ফোন করেছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠান চলায় তাঁরা বুঝতে পারেননি। পরে ফোন করলে আর কোনও সাড়া পাওয়া যায়নি।’