• facebook
  • twitter
Monday, 11 August, 2025

মোবাইল হারানোর পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় ৪ লক্ষ

মোবাইল হারিয়ে যাওয়ার পর বাঁকুড়ার এক সরকারি কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারকদের বিরুদ্ধে।

প্রতীকী ছবি

মোবাইল হারিয়ে যাওয়ার পর বাঁকুড়ার এক সরকারি কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারকদের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, অবসর জীবনের জন্য টাকা সঞ্চয় করছিলেন ওই সরকারি কর্মী। তিনি কোনও দিন অনলাইনে অর্থের লেনদেনও করেননি। কিন্তু তারপরেও এই ধরনের প্রতারণায় হতবাক অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যরা।

প্রতারিত সরকারি কর্মীর নাম সুধাংশু দাস। তাঁর বাড়ি বাঁকুড়ার ইন্দাস ব্লকের দিবাকরবাটি গ্রামে। তিনি ইন্দাসের রেজিস্ট্রি অফিসের হেডক্লার্ক। গত ১৫ মে তাঁর মোবাইল হারিয়ে যায়। মোবাইল হারানোর পর সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ওই দিনই একই নম্বরের সিম কার্ড তোলেন তিনি। সেই সিম অন্য একটি ফোনে লাগিয়ে ব্যবহার করতে থাকেন।

গত ২৩ মে সুধাংশুর ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজ দেখে সন্দেহ হয় তাঁর। এরপর তিনি তাঁর ব্যাঙ্কের স্থানীয় শাখায় যোগাযোগ করেন। পাসবই আপডেট করাতে গিয়ে প্রতারণার বিষয়টি জানতে পারেন সুধাংশু। দেখা যায়, গত ১৫ মে থেকে ১৯ মে এই পাঁচ দিনে দফায় দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৮৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু টাকা তোলার কোনও মেসেজ তাঁর ফোনে আসেনি। বর্তমানে তাঁর অ্যাকাউন্টে রয়েছে দেড়শো টাকারও কম।

সুধাংশু জানিয়েছেন, বেতন থেকে টাকা বাঁচিয়ে অবসরজীবনের জন্য সঞ্চয় করছিলেন তিনি। এ পর্যন্ত ব্যাঙ্কে প্রায় চার লক্ষ টাকা জমা হয়েছিল। অনলাইন লেনদেন ভালোভাবে বোঝেন না বলে কখনও সেই সব অ্যাপ্লিকেশন ব্যবহার করতেন না। কিন্তু তা সত্ত্বেও প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া গেল না। টাকা খোয়ানোর পর ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুধাংশু। পাশাপাশি কেন্দ্রীয় সাইবার ক্রাইম পোর্টালেও অভিযোগ জমা করেছেন। টাকা যেন দ্রুত উদ্ধার করা যায় সেই দাবি জানিয়েছেন সুধাংশু।

News Hub