মেলেনি বেতন, পাননি বোনাসও, আন্দোলনে চা-শ্রমিকরা

ফাইল ছবি।

আগস্ট, সেপ্টেম্বরের বেতন মেলেনি। পুজোর আগে বোনাস মিলবে কি না, তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে বকেয়া-বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করলেন জলপাইগুড়ির নাগরাকাটার গ্রাসমোড় চা বাগানের শ্রমিকেরা। সোমবার বাগানের অফিসের সামনে বিক্ষোভে শামিল হন তাঁরা। দ্রুত মজুরি-বোনাস নিয়ে ফয়সালা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

শ্রমিকদের অভিযোগ, দু’মাসের বেতন বকেয়া রয়েছে। আজ দেব, কাল দেব বলে ঘোরাচ্ছে। একজন শ্রমিক বলেন, ‘একদিকে মজুরি বকেয়া। অন্যদিকে পুজোর হাতে গোনা ক’দিন বাকি থাকলেও বোনাসও দেওয়া হয়নি। মালিক ১৫ শতাংশ হারের বোনাসের কথা জানিয়েছিল। সব বাগানে ২০ শতাংশ দিচ্ছে। তাহলে আমরা কম বোনাস নেব কেন?’ এই বিষয়ে বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।