• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ছাত্র বিক্ষোভের জের, আচমকা বন্ধ মালদহের শিক্ষা প্রতিষ্ঠান

কেন্দ্রীয় সরকার অধীনস্থ মালদহের গনি খান চৌধুরি কারিগরি কলেজ কর্তৃপক্ষ শনিবার সকালে বিজ্ঞপ্তি দিয়ে ক্যাম্পাস বন্ধ করে দেয়।

ছাত্র বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল মালদহের একটি শিক্ষা প্রতিষ্ঠান। কেন্দ্রীয় সরকার অধীনস্থ মালদহের গনি খান চৌধুরি কারিগরি কলেজ কর্তৃপক্ষ শনিবার সকালে বিজ্ঞপ্তি দিয়ে ক্যাম্পাস বন্ধ করে দেয়। কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্র বিক্ষোভের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে সমস্ত পড়ুয়া ও হস্টেলের আবাসিকদের কলেজ ক্যাম্পাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা। এর আগে ২০১৬ সালেও এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সংশ্লিষ্ট বিভাগ। সেই সময় পড়ুয়ারা তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন।

মৌলানা আবুল কালাম আজাদ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা ম্যাকাউট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে চলছে পুরাতন মালদহের নারায়ণপুরের গনি খান চৌধুরি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। কর্তৃপক্ষের দাবি, রেজাল্ট প্রকাশ করার দায়িত্ব ম্যাকাউটের। এই রেজাল্ট প্রকাশ নিয়েই যাবতীয় সমস্যার সূত্রপাত বলে জানা গিয়েছে। রেজাল্ট প্রকাশের দাবিতে শুক্রবার বিকেল ৪টে থেকে বিক্ষোভ চলছে প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্লকের সামনে। সূত্রের খবর, বি.টেক তৃতীয় বর্ষের ‘অড সেমিস্টার’ পরীক্ষার ফল ‘রিলিজ’ করা হয় ১০ ফেব্রুয়ারি। তারপর প্রায় এক মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ করা হয়নি। এর ফলেই পড়ুয়ারা বিক্ষোভের পথে হেঁটেছেন।

Advertisement

গনি খান চৌধুরি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সহকারী রেজিস্ট্রার দেবানিক মজুমদার শনিবার কলেজ বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, রেজাল্ট প্রকাশের দাবিতে শুক্রবার বিকেল ৪টে থেকে ছাত্র বিক্ষোভ চলছে। সমস্যা যাতে অন্যদিকে মোড় না নেয়, সেদিকে তাকিয়ে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল। সমস্ত ছাত্র ও হস্টেলের আবাসিকদের ক্যাম্পাস ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement