অঙ্ক পরীক্ষা খারাপের জের, চরম পদক্ষেপ নিল মাধ্যমিক পরীক্ষার্থী। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানারা জলচকের নারাথা গ্রামের ঘটনা। শুভম দুয়ারী নামে ওই পরীক্ষার্থী শনিবার অঙ্ক পরীক্ষা দিয়ে ফিরে খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঢুকে গিয়েছিল। রবিবার সকালে ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে ঘর থেকে ওই পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, পরীক্ষা খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেছে ওই পরীক্ষার্থী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিলন্তপাড়া হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল পিংলার বাগনাবাড় হাই স্কুলের শুভম। পরিবার সূত্রে খবর, অঙ্ক পরীক্ষা দিয়ে আসার পর থেকে চুপচাপ ছিল সে। সম্ভবত মানসিক ভাবে ভেঙে পড়েছিল সে। রবিবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই পরীক্ষার্থীকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা শুভমকে মৃত বলে ঘোষণা করেন।
মাধ্যমিক পরীক্ষার পশ্চিম মেদিনীপুরের আহ্বায়ক সুভাষ জানা বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করছি। ঠিক কী হয়েছিল, খবর নেওয়া হচ্ছে। শুভমের স্কুলের প্রধান শিক্ষক বলেন, শুভম মাঝারি মানের ছাত্র ছিল। পরীক্ষা খারাপ হয়েছিল। কিন্তু তার জন্য এমনটা করবে বুঝতে পারিনি। প্রসঙ্গত, দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনা গুমা এলাকায় সোনালি খাতুন নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। নকশালবাড়ি থেকে বৃহস্পতিবার অর্পিতা মণ্ডল নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।