• facebook
  • twitter
Friday, 13 December, 2024

গ্রামে বারো দলের ক্রিকেট প্রতিযোগিতা

এই ক্রিকেট প্রতিযোগিতায় অতিথি হিসাবে খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, জেলা পরিষদ সদস্য কল্পনা সাঁতরা, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা।

প্রতীকী ছবি (Photo: iStock)

গ্রামীণ এলাকায় প্রয়াস কাপ এর চতুর্থ বছরের নকআউট ১২ দলীয় ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয় পূর্ব বর্ধমানের পাঁচড়া হাই স্কুল মাঠে। আজকের এই ক্রিকেট প্রতিযোগিতায় অতিথি হিসাবে খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, জেলা পরিষদ সদস্য কল্পনা সাঁতরা, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় প্রবেশমূল্য ছিল ৩২০০ টাকা।

ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে আন্দুলের রেহান একাদশ ও কলকাতা ডি জে একাদশ। বিজয়ী হয় রেহান একাদশ ও বিজিত হয় কলকাতা ডি জে একাদশ। বিজয়ী দলের হাতে পুরস্কার হিসাবে ২৫ হাজার টাকা ও একটি সুদৃশ্য ট্রফি এবং বিজিত দলের হাতে ২০ হাজার টাকা ও একটি সুন্দর ট্রফি তুলে দেওয়া হয়। এই খেলা দেখতে প্রচুর দর্শক মাঠে ভিড় জমান।