• facebook
  • twitter
Tuesday, 9 December, 2025

কল্যাণী বিস্ফোরণ: ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু, এনআইএ তদন্ত দাবি

মঙ্গলবার দুপুরে নদিয়ার কল্যাণীর রথতলা বাজি বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার দুপুরে নদিয়ার কল্যাণীর রথতলা বাজি বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাস্থল থেকে এনআইএ তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা। এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্ফোরণে মৃত চার পরিবারের হাতে ২ লক্ষ ১ হাজার টাকা করে ক্ষতিপূরণ তুলে দিলেন শুভেন্দু অধিকারী। বিস্ফোরণে আহত এক পরিবারের হাতে তুলে দেন ৫০ হাজার টাকা।

ঘটনাস্থল পরিদর্শনের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনার জন্য পুলিশ, কল্যাণী পৌরসভা এবং রাজ্য সরকার দায়ী। পুলিশ, পৌরসভার অবহেলা, দায়িত্বজ্ঞানহীন পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণের জন্য এনআইএ তদন্ত হওয়া উচিত।
তিনি আরও বলেন, রাজ্য সরকারের উচিত নিহত পরিবারদের ২৫ লক্ষ টাকা এবং আহত পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া উচিত।
এদিন বিরোধী দলনেতার সঙ্গে উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়,হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ সহ দলের কর্মী-সমর্থকরা।

Advertisement

Advertisement

Advertisement