পূর্ব বর্ধমানের কালনায় শুক্রবার বইমেলার আনুষ্ঠানিক সূচনা হলো। এবার এই বইমেলার চতুর্থ বর্ষ। শহরের মধুবন এলাকার রাইসমিল মাঠে ২৩ জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। সাতদিনব্যাপী বইমেলায় সাহিত্যিক, কবি সহ বিশিষ্ট ব্যক্তিরা আসবেন। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হয়েছে। বৃহস্পতিবার বইমেলা উপলক্ষ্যে কালনা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পা মেলান মন্ত্রী রাজ্যের স্বপন দেনবনাথ, অভিনেত্রী এনা সাহা, বইমেলার আহ্বায়ক সুব্রত পাল সহ অন্য বইপ্রেমীরা।
নবীন প্রজন্মের মধ্যে পাঠ্যপুস্তক ছাড়া সাহিত্য, উপন্যাস, গল্প সহ অন্য বই পড়ার প্রতি ঝোঁক কমছে। এর কারণ হিসাবে মোবাইলকে দায়ী করছেন প্রবীণরা। বিভিন্ন গ্রন্থাগারে গ্রাহক সংখ্যা এখন তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে তিনবছর আগে কালনার শিক্ষকমহল, ছাত্র-যুব সহ প্রবীণ নাগরিকদের সহযোগিতায় বইমেলা শুরু করেন সমাজসেবী সুব্রত পাল। পাশে পেয়েছেন আরও বিশিষ্ট ব্যক্তিদের। এবারও সেই বইমেলা আয়োজিত হচ্ছে। রাইসমিল মাঠে মেলায় ৫০ টির বেশি স্টল রয়েছে।
Advertisement
এদিন মন্ত্রী ছাত্র-যুবদের উদ্দেশ্যে বলেন, বইমেলায় এসে অন্তত একটি বই কিনুন। পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞানভাণ্ডার বাড়াতে সিলেবাসের বাইরের বইও পড়া দরকার। বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
Advertisement
Advertisement



