• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আলুর কালোবাজারি বন্ধে পরিদর্শন

মঙ্গলবার সহ কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম আবুইঝাটি অঞ্চলে সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে পরিদর্শনে যান। তাঁর সাথে ছিলেন বিটিএম পল্লব দাস।

প্রতীকী ছবি

সারা রাজ্য জুড়ে এখন চলছে আলু বসানোর মরশুম। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আলু বীজের কালোবাজারির খবর মিলছে। আর এর জন্যই জামালপুর ব্লকে শুরু হলো পরিদর্শনের কাজ।

মঙ্গলবার সহ কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম আবুইঝাটি অঞ্চলে সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে পরিদর্শনে যান। তাঁর সাথে ছিলেন বিটিএম পল্লব দাস। মূলত সঠিক দামে আলু বীজ চাষীরা পাচ্ছেন কিনা, সেটা সরেজমিনে দেখতেই তিনি সশরীরে পৌঁছে যান।

Advertisement

সঞ্জিবুল বাবু জানান, তিনি নিজে যে সমস্ত লাইসেন্স প্রাপ্ত আলু বীজ বিক্রেতা আছেন সেখানেই ঘুরে দেখবেন। আজ তিনি নিজে এসে দেখলেন, সঠিক দামে বীজ আলু বিক্রি হচ্ছে। পূর্ব বর্ধমানের মধ্যে জামালপুরে সবচেয়ে বেশি আলু চাষ হয়। সেজন্য পুরো বিষয়টায় ধারাবাহিক ভাবে নজরদারি চলবে বলে জানা গিয়েছে। চাষীরা যাতে ন্যায্য মূল্যে আলু বীজ পান সেটাও নিশ্চিত করা হবে।

Advertisement

Advertisement