অসুস্থ মহিলাকে খাটের সঙ্গে বেঁধে বাড়ির সর্বস্ব লুট করে পালাল দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখা থানার বাছরা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি এলাকায়। ইতিমধ্যেই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখার বাসিন্দা রঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে সোমবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। সেই সময় বাড়িতে ছিলেন না রঞ্জিত। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী সন্ধ্যা মণ্ডল। তিনি অসুস্থ। দুষ্কৃতীরা গভীর রাতে বাড়িতে ঢুকে শয্যাশায়ী সন্ধ্যাদেবীর হাত–পা বেঁধে দেয়। তারপর চলে লুটপাট। বাড়িতে ফিরে রঞ্জিত দেখেন, স্ত্রীকে খাটের সঙ্গে কেউ বা কারা বেঁধে রেখে গিয়েছে। গোটা বাড়ি ওলটপালট অবস্থায় রয়েছে। তাঁর স্ত্রীর মুখে আতঙ্কের ছাপ। তড়িঘড়ি সন্ধ্যাদেবীকে বাঁধনমুক্ত করে তিনি জানতে পারেন, বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দম্পতির অভিযোগ, ৬ ভরি সোনার গয়না, নগদ ৮৪ হাজার টাকা, পিতলের বাসন-কোসন মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের জিনিসপত্র বাড়ি থেকে লুট হয়েছে।
Advertisement
রঞ্জিত জানিয়েছেন, তার স্ত্রীর কাছ থেকে তিনি জানতে পেরেছেন, ৬ জনের একটি ডাকাতদল আগ্নেয়াস্ত্র, শাবল ইত্যাদি নিয়ে বাড়িতে ঢুকেছিল। স্ত্রীর হাত–পা বেঁধে আলমারি ভেঙে ৬ ভরি সোনার গয়না, নগদ ৮৪ হাজার টাকা, পিতল এবং কাঁসার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় তারা। খবর পেয়ে মঙ্গলবার রঞ্জিতের বাড়িতে যায় হাড়োয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement



