• facebook
  • twitter
Friday, 5 December, 2025

৩ কোটি টাকার হেরোইন উদ্ধার

পলাশিপাড়া থানা এলাকা থেকে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত হওয়া হেরোইনের পরিমাণ ২ কেজি ৯৬৯ গ্রাম। এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতীকী ছবি

প্রায় তিন কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করে সাফল্য পেয়েছে নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ। পলাশিপাড়া থানা এলাকা থেকে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত হওয়া হেরোইনের পরিমাণ ২ কেজি ৯৬৯ গ্রাম। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত যুবকের নাম আরশাদুল শেখ। তাঁর বাড়ি পলাশিপাড়ায়। সম্প্রতি কাবলি খালি ব্রিজের কাছে পুলিশের নাকা চেকিং চলাকালীন তাঁকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে এই বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। এছাড়াও তাঁর কাছ থেকে আসবাবপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই সাফল্যের কথা জানাতে শনিবার জেলা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। এর আগেও একবার হেরোইন–সহ তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি মুক্তি পান। বাজেয়াপ্ত হওয়া প্রায় ৩ কোটি টাকার হেরোইন তিনি কোথা থেকে এনেছিলেন, কোথায় বিক্রি করার কথা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

জেলা পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, সাম্প্রতিককালে পলাশিপাড়া থানা এলাকায় হেরোইন উদ্ধারে এত বড় সাফল্য পায়নি পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা জানার চেষ্টা করা হবে। মাদক চক্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছে পুলিশ। এর জন্য একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement