• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

খড়িবাড়িতে নদীর পাড়ে বৃদ্ধের মুণ্ডহীন দেহ উদ্ধার

শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ি থেকে এক বৃদ্ধের মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে ডুমুরিয়া নদীর ধারে মেলে দেহ।

শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ি থেকে এক বৃদ্ধের মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে ডুমুরিয়া নদীর ধারে মেলে দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি। আশপাশের থানাগুলিতে কেউ নিখোঁজ ডায়েরি করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বৃদ্ধ খড়িবাড়ি এলাকার কেউ নয় বলেই স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে শিলিগুড়ির খড়িবাড়ির ডুমুরিয়া নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। সেই সময় তাঁরা মুণ্ডহীন দেহটি দেখতে পান। পাশে রাখা ছিল রক্তমাখা ধারালো অস্ত্র। পুলিশ মনে করছে, খুন এক জায়গায় করা হয়েছে আর দেহ অপর জায়গায় ফেলা হয়েছে। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতের মুন্ডুর খোঁজে আশেপাশের এলাকায় শুরু হয়েছে তল্লাশি।

সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরেও একই ঘটনা ঘটেছিল। খাল থেকে মুণ্ডহীন দেহ উদ্ধারে ছড়িয়েছিল চাঞ্চল্য। সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে খড়িবাড়ির ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মৃতের বয়স অন্তত ৬০। পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।