কৃষ্ণনগর কালীনগর চ্যাটার্জি পুকুরের পাশে আচমকা দুষ্কৃতী হামলা এবং পরপর গুলি চালানোর অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, কয়েকজন আড্ডা দিচ্ছিলেন অন্যান্য দিনের মতোই। তার মাঝেই দুষ্কৃতী হামলা, চলল গুলি। তবে যাঁদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন। হামলার মুহূর্তেই সেখান থেকে দৌড়ে গিয়ে প্রাণ বাঁচান তাঁরা। অল্পবিস্তর আহত হয়েছেন তাঁরা।
পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদের জেরেই এই হামলা। পুলিশ তিনজনকে সঙ্গে সঙ্গে আটক করেছে। ঘটনাটি ঘটে কোতোয়ালি থানার কৃষ্ণনগরের কালীনগর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, তিন রাউন্ড গুলি চালানো হয়। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদের জেরেই এই হামলা চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে সরস্বতী পুজোর ভাসানকে কেন্দ্র করেও দু’পক্ষের বিস্তর ঝামেলা হয়। শনিবার নতুন করে বিবাদ শুরু হয়। তখনই ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হন যুবকেরা। তাতেই জখম হন তিন জন। অভিযোগ, এক রাউন্ড গুলিও চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই হামলায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় আরও কারা জড়িত ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।