• facebook
  • twitter
Friday, 6 December, 2024

গঙ্গার গ্রাসে ১০টি বাড়ি, ভিটেহারা বহু

ঘটনা সম্পর্কে সামশেরগঞ্জের বিডিও সুজিত লোধ বলেন, ঘটনার পর্যালোচনা করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকটি পরিবারকে স্থানীয় মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এবং ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পুজোর আগে আতঙ্ক বাড়ছে মুর্শিদাবাদে। গঙ্গাবক্ষে তলিয়ে যাচ্ছে একের পর এক জমি। এই আবহে মুর্শিদাবাদে ধরা পড়ল আরও এক ভয়াবহ ছবি। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিকদারপুরে গঙ্গার বুকে তলিয়ে গেল ১০টি বাড়ি। নদীর ভাঙনের পরে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই ইতিমধ্যেই ১৫টি বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা।

গঙ্গার পাড় ভাঙছে। শুক্রবারই বিষয়টি নজরে আসে গ্রামবাসীদের। চোখের নিমেষে কিছু বুঝে ওঠার আগেই নদীগর্ভে তলিয়ে যায় ৮ থেকে ১০টি বাড়ি। রাতারাতি ভিটেহারা বহু। গ্রামজুড়ে শুধুই হাহাকার। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ভাঙনের খবর পেয়ে তড়িঘড়ি এলাকা পরিদর্শনে যান সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। ঘটনা সম্পর্কে সামশেরগঞ্জের বিডিও সুজিত লোধ বলেন, ঘটনার পর্যালোচনা করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকটি পরিবারকে স্থানীয় মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এবং ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রস্তুতি চলছে। যদিও স্থানীয়দের দাবি, প্রশাসনের কাউকেই তারা পাশে পাচ্ছেন না।