জুয়ার ঠেকে হানা রানাঘাট পুলিশ জেলার পুলিশের। প্রতিদিন একের পর এক ঠেকে চলছে হানা। জুয়া বন্ধ করতে বদ্ধপরিকর রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ।
বৃহস্পতিবার নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া অঞ্চলে গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার ঠেকে হানা দেয় কল্যাণী থানার পুলিশ। হাতেনাতে ধরা পড়ে ৮ জন। উদ্ধার হয় জুয়ার স্লিপ ও ৯ হাজার ১৭০ টাকা।
Advertisement
একই দিনে নদিয়ার হাঁসখালি থানার বেনালি জগদ্ধাত্রী মোড়ে গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার ঠেকে হানা দেয় হাঁসখালি থানার পুলিশ। ধরা পড়ে ৫ জন। উদ্ধার হয় ৪ হাজার ২৪০ টাকা। আগামী দিনেও জুয়ার বিরুদ্ধে এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর।
Advertisement
Advertisement



