বৌমাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকার ঘটনা। অভিযোগ, সব জেনেও প্রতিবাদ না করে চুপ করেছিলেন নির্যাতিতার স্বামী। নির্যাতিতার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার অভিযুক্ত বাবা ও ছেলেকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
প্রশাসন সূত্রে জানা দিয়েছে, অশোকনগরে গুমা রাজিপপুরের একটি মেয়ের সঙ্গে বছর পাঁচেক আগে বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকার এক যুবকের বিয়ে হয়। তাঁদের চার বছরের ছেলেও আছে। মাস দুয়েক আগে বৌমার উপর কুনজর পড়ে শ্বশুরের। বৌমার উপর লাগাতার যৌন নির্যাতন চালান তিনি। একাধিকবার ধর্ষণও করেন।
অভিযোগ, নির্যাতিতা তাঁর স্বামীকে সব কথা খুলে বললেও তিনি কর্ণপাত করেননি। উল্টে তাঁকে মারধর করেন বলে দাবি। এরপর অভিযুক্ত শ্বশুর পুত্রবধূর উপর আরও অত্যাচার বাড়িয়ে দেয়। অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে শনিবার মাটিয়া থানায় থানার দ্বারস্থ হন নির্যাতিতা। শ্বশুর ও স্বামীর নামে অভিযোগ দায়ের করলে দু’জনকেই গ্রেপ্তার করে পুলিশ। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়।