দ্রুত গতির ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে বাবা–ছেলের। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার কপাটহাট এলাকায়। পলাতক ট্রাকের চালক। তাঁর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের বাড়ির সদস্যরা। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
মৃতদের নাম প্রসেনজিৎ নস্কর ও প্রীতম নস্কর। প্রসেনজিৎ হলেন সম্পর্কে প্রীতমের বাবা। সোমবার রাতে বাড়ির সামনে জাতীয় সড়কের উপরের ফুটপাতে বাবা ও ছেলে মিলে টোটো সারাইয়ের কাজ করছিলেন। সেই সময় আচমকা একটি ট্রাক এসে তাঁদের ধাক্কা মারে। ১৯ বছরের প্রীতম নস্করকে ঘটনাস্থলেই পিষে দেয় ট্রাকের চাকা। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন প্রসেনজিৎ। তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকায় ট্রাক-সহ অন্য ভারী যানবাহন খুব দ্রুতগতিতে চলে। রাস্তায় কোনও ‘স্পিড ব্রেকার’ও নেই। গাড়ির চালকরাও গতি নিয়ন্ত্রণ করেন না। এমনকী এলাকায় পর্যাপ্ত আলোর বন্দোবস্ত নেই বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত ট্রাক চালকের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।