বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাইক আরোহী। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর-হলুদকানালী রাজ্য সড়কে।
মৃতের নাম আদিত্য মাহাতো (৬৪)। তিনি প্রাক্তন রেলকর্মী। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার রাইপুর-হলুদকানালী রাজ্য সড়কে হেঁটে বাড়িতে ফিরছিলেন আদিত্য। সেই সময় বাইক নিয়ে ওই পথ ধরে যাচ্ছিলেন মদনডি গ্রামের যুবক রমেশ মাহাতো। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটি দ্রুত গতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সজোরে ধাক্কা মারে আদিত্য মাহাতোকে।
ধাক্কার অভিঘাতে দুই জনেই রাস্তায় ছিটকে পড়েন। বিকট শব্দে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই দুই জনকে রক্তাক্ত অবস্থায় খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা আদিত্য মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত রমেশ মাহাতো। তাঁর মাথা ও মুখে গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তর করা হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।