• facebook
  • twitter
Thursday, 13 February, 2025

দর্জির বাড়িতে ইডি-হানায় কোটি কোটি টাকার হদিস, আলোড়ন বর্ধমানে

দর্জি হাসান আলীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাববর্হিভূত কোটি কোটি টাকার সন্ধান পেয়েই ইডির আধিকারিকরা এদিন সরাসরি বাড়িতে হাজির হন।

দর্জির বাড়িতে ইডির রেইড চলাকালীন পাড়া-প্রতিবেশীর জটলা। নিজস্ব চিত্র।

মঙ্গলবার একবারে সাত সকালেই এক দর্জির বাড়িতে ইডির আধিকারিকরা হানা দিলেন। আর তার পরেই শহর জুড়ে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। বর্ধমানের লস্করদিঘি পূর্ব এলাকায় হাসান আলী নামে এক দর্জির বাড়ি। এইদিন সেখানেই ইডির আধিকারিকরা তিনটি গাড়িতে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বাড়ি ঘিরে ফেলেন। বাড়ির ভিতরে শুরু হয় তল্লাশি অভিযান। পাড়া-প্রতিবেশীরা ঘুম থেকে উঠে রীতিমত হতবাক হয়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসান আলী নামে ওই ব্যাক্তি বিদেশে কাজে গিয়েছিলেন। তারপর সেখান থেকে ফিরে প্রায় বছর দুয়েক আগে বাড়ি লাগোয়া জায়গায় টেলারিং এর দোকান খোলেন। সেই টেলারিং সেন্টারে ঢুকে এদিন আধিকারিকরা দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালান।

বর্ধমানের জিটি রোড সংলগ্ন এলাকায় শহরের ঘন বসতিতে লস্করদিঘি পূর্ব পাড়া। এখানেই হাসান আলীর বাড়ি ও টেলারিং সেন্টার। সকাল প্রায় ৯ টা নাগাদ তিনটি গাড়িতে ইডির পাঁচ জন আধিকারিক ওই বাড়িতে আসেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে চলে অভিযান। সূত্রের খবর, সারা বাড়িতে তল্লাশি চালানো হয়। ব্যাঙ্কের পাসবই থেকে শুরু করে আধার কার্ড সহ অন্যান্য কাগজপত্র খুঁটিয়ে দেখার কাজ চলে ভিতরে। একই সঙ্গে চলে জিজ্ঞাসাবাদ।

জানা গিয়েছে, হাসান আলী দীর্ঘ দিন দুবাইয়ে ছিলেন। তবে কী কাজ করতেন, সে সব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বছর দুয়েক আগে তিনি বর্ধমানে ফিরে আসেন। বাড়িতে খোলেন টেলারিং সেন্টার। তার আগে বাড়ি ভাড়া দিয়ে চলে গিয়েছিলেন। তবে যতটুকু জানা গিয়েছে, হাসান আলীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাববর্হিভূত কোটি কোটি টাকার সন্ধান পেয়েই ইডির আধিকারিকরা এদিন সরাসরি বাড়িতে হাজির হন। এখানেই শেষ নয়। ইডির কাছে খবর ছিল হাসান আলী নামে ওই টেলারিং মালিকের একাধিক নিকট আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা রয়েছে। সেই টাকার সঙ্গে হাসান আলীর যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা। মঙ্গলবার বেলায় অভিযান চলাকালে প্রায় জনাদশেক আত্মীয়কে বাড়িতে ডেকে পাঠানো হয়। তাঁদের আধার, ভোটার, ব্যাঙ্কের যাবতীয় নথি নিয়ে হাজির থাকতে বলা হলে একে একে তাঁদের আসতে দেখা যায়।