সাতসকালে হাওড়ার গেঞ্জি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় তিনটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে সাতসকালে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, কারখানাটি জাতীয় সড়কের পাশে অবস্থিত। এলাকার বাসিন্দারাই কারখানায় আগুন দেখতে পান। একই সঙ্গে গুদাম থেকে বিস্ফোরণের শব্দ আসে বলেও জানিয়েছেন তাঁরা। দ্রুত দমকলকে খবর দেওয়া হয়। দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
Advertisement
কারখানাটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কারখানায় কোনও কর্মী আটকে নেই বলে জানিয়েছে দমকল।
Advertisement
ওই কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কারখানার মালিকের সঙ্গে কথা বলছেন দমকলের আধিকারিকরা।
Advertisement



