• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

মধ্যমগ্রামে তেল শোধন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের বাদুবাজার কাঞ্চনতলা এলাকায় তেলের কারখানায় লাগে বিধ্বংসী আগুন।

বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের বাদুবাজার কাঞ্চনতলা এলাকায় তেলের কারখানায় লাগে বিধ্বংসী আগুন। গতকাল জানা যায়, ঘটনায় ঝলসে মৃত্যু হয় ১ জনের। তবে বৃহস্পতিবার সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩।

গতকালের বিধ্বংসী আগুন লাগে উত্তর ২৪ পরগনার তেল শোধন কারখানায়। ঘটনাস্থলেই মারা যায় এক শ্রমিক। আরও দুই শ্রমিক গুরুতর আহত অবস্থায় গতকালই ভর্তি হন হাসপাতালে। আজ তাঁদের মৃত্যু হয়।

গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল। দমকলের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু সন্ধ্যের পরও কারখানার একাধিক জায়গায় ধিকি ধিকি আগুন জ্বলতে দেখা যায়।

আগুন লাগার পর প্রাথমিক পর্যায়ে কারখানার কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। তারপর স্থানীয়রা সেই কাজে হাত লাগান। কিন্তু আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় তাঁরা নিয়ন্ত্রণে আনতে পারেনি। তারপরই খবর দেওয়া হয় দমকলকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার বয়লারে আচমকা বিস্ফোরণ হয়। সেই আগুনের স্ফুলিঙ্ক ছিটকে এসে পড়ে বয়লার চেম্বার ও পাশের গোডাউনে। সেই সময় সেখানে ৩ জন শ্রমিক কর্তব্যরত ছিলেন। তাঁরা ৩ জনেই অগ্নিদগ্ধ হন। তাঁদের মধ্যেই একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস। তাঁর বাড়ি বনগাঁয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। কারখানাটিতে রাসায়নিক সহ অন্যান্য দাহ্য বস্তু ছিল বলে জানা গিয়েছে। এই কারণে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।