• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সিপিএম মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির সম্মেলন

সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ১৭ জনের নতুন এরিয়া কমিটি গঠিত হয়। সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন কুন্দন গোপ।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের পার্শ্বনাথ চকে অবস্থিত মনোরঞ্জন ভবনে। সম্মেলন উপলক্ষে মঞ্চের নাম করা হয়েছিল প্রয়াত পলি সুর, তপন পাল, সমীর জানা ও অরুণ মিত্রের নামে এবং সম্মেলন স্থলের নামকরণ করা হয়েছিল প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির নামে। সম্মেলন শুরুর আগে প্রকাশ‍্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব‍্য রাখেন দলের ভারপ্রাপ্ত জেলা কমিটির সম্পাদক বিজয় পাল, জেলা কমিটির সদস্য সারদা প্রসাদ চক্রবর্তী, কমল ঘোষ প্রমুখ। সম্মেলন শুরুর প্রাক্কালে দলের পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান নেতা কীর্তি দে বক্সী।

আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন জেলা সম্পাদকমন্ডলীর সদস‍্য সুকুমার আচার্য। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ এবং আয়-ব্যয়ের হিসেবে পেশ করেন বিদায়ী কোষাধ্যক্ষ দুলাল দত্ত। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন বিভিন্ন শাখার ১৭ জন প্রতিনিধি। পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় পাল। সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য তাপস হিনহা, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সৌগত পান্ডা, জেলা কমিটির সদস্য জয়দীপ খাটুয়া, পাপিয়া চৌধুরী প্রমুখ। সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ১৭ জনের নতুন এরিয়া কমিটি গঠিত হয়। সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন কুন্দন গোপ।

Advertisement

Advertisement

Advertisement