• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

ফাঁকা মাঠে যুগলের দেহ উদ্ধার

স্থানীয়দের অনুমান ওই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে তাঁরা আত্মহত্যা করেছে নাকি অন্য কোনও ঘটনা তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রতীকী ছবি

ফাঁকা মাঠে যুবক-যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের আমারগ্রামে। বর্ধমান থানার পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বিবাহিত ওই যুবতীর নাম সুকুরমনি হেমব্রম। অন্যদিকে মৃত যুবকের নাম সুনারাম মাড্ডি। ওই যুবকের বাড়ি ঝাড়খণ্ডে।

বুধবার সকালে গ্রামের হাটে এঁদের দুজনকে ঘুরে বেড়াতে দেখেছিলেন অনেকেই। তার পর বিকেলের দিকে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন গ্রামবাসীরা। তাঁরাই পুলিশে খবর দেন। স্থানীয়দের অনুমান ওই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে তাঁরা আত্মহত্যা করেছে নাকি অন্য কোনও ঘটনা তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।