• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

বর্ষবিদায়ে কালনার নাদনঘাটে শিশু উদ্যানের উদ্বোধন

পার্কের শিলান্যাস করেন বিশিষ্ট গায়ক বাবুল সুপ্রিয়। একবছর ধরে পার্ক তৈরি চলে। স্থানীয় শ্রীরামপুর পঞ্চায়েত পার্কের সৌন্দর্যায়নে আরও সাড়ে তিন লক্ষ টাকা অনুমোদন করে।

নিজস্ব চিত্র

বর্ষ বিদায়ে পূর্ব বর্ধমানের নাদনঘাটের উত্তর শ্রীরামপুরে ছোটদের খেলাধুলার জন্য শিশু উদ্যানের উদ্বোধন হলো। বর্ষশেষের অনুষ্ঠানের মাধ্যমে ওই কালীকিঙ্কর শিশু উদ্যান খুলে দেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পার্কের উদ্বোধন করেন। পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন। ওই এলাকার বাসিন্দারা কচিকাঁচাদের জন্য বহুদিন ধরে একটি শিশু উদ্যান তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনে একবছর আগে উত্তর শ্রীরামপুরের যুব সংঘের মাঠে শিশু উদ্যান গড়ে তোলার উদ্যোগ নেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বিধায়ক তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা অনুমোদন করেন।

পার্কের শিলান্যাস করেন বিশিষ্ট গায়ক বাবুল সুপ্রিয়। একবছর ধরে পার্ক তৈরি চলে। স্থানীয় শ্রীরামপুর পঞ্চায়েত পার্কের সৌন্দর্যায়নে আরও সাড়ে তিন লক্ষ টাকা অনুমোদন করে। সম্প্রতি পার্ক তৈরি শেষ হয়। বর্ষশেষের অনুষ্ঠানে নতুন বছরের উপহার হিসেবে পার্কটি শিশুদের জন্য খুলে দেওয়া হয়। ১ জানুয়ারি এই পার্কে খেলাধুলা শুরু হলো। তাদের জন্য এখানে দোলনা, স্লিপ সহ নানা সরঞ্জাম রাখা হয়েছে। অভিভাবক ও প্রবীণদের বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। স্থানীয় শিক্ষক তথা শ্রীরামপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রয়াত কালীকিঙ্কর করের নামে পার্কটির নামকরণ হয়েছে। মন্ত্রী বলেন, দিনদিন শিশুদের মনোরঞ্জন ও খেলাধুলোর জায়গা কমে আসছে। শিশুরা মোবাইল আসক্তি থেকে বেরিয়ে খেলাধুলোয় মেতে উঠলে তাদের বিকাশ হবে।

Advertisement

Advertisement

Advertisement