বোলপুরে পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রতীকী চিত্র

সপ্তমীর সকালে বীরভূমে মর্মান্তিক দুর্ঘটনা। বীরভূমের বোলপুরে সিয়ান হাসপাতালের কাছেই একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর। আহত হন অন্তত ২৫-৩০ জন যাত্রী। তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় বহুদিন ধরেই গর্ত রয়েছে। কিন্তু সড়ক সংস্কারের কোনও ব্যবস্থা করা হয়নি। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি কীর্ণাহার থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। সিয়ান হাসপাতালের সামনে বাসের সামনে একটি টোটো চলে আসে। এরপরই দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। বাসের ধাক্কায় টোটোটি দুমড়ে-মুচড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে বোলপুর-নানুর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আহতদের কয়েকজনকে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রের খবর, বহু যাত্রীর শরীরে গভীর চোট রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য শুরু হয়।