ঘাটালের পাশে আছেন মুখ্যমন্ত্রী: মানস

নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, কেশপুর, গড়বেতা এক ও দুই এবং পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া জলমগ্ন হয়ে পড়েছে। বুধবার এক উচ্চপদস্থ প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শন করেন রাজ্যের সেচ মন্ত্রী ডা. মানস ভূঁইয়া। তিনি বলেন, তিনটি কারণে এই সব এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। প্রথমত এইরকম অকল্পনীয় বৃষ্টি আগে কখনো দেখিনি।

দ্বিতীয়ত, একদিকে ডিভিসি অন্য দিকে গালুডি থেকে ছাড়া জল পশ্চিমবঙ্গের এই এলাকাকে স্যান্ডউইচ করে দিয়েছে। তৃতীয়ত ঝাড়খণ্ডের ক্যাচমেন্ট এরিয়ায় মারাত্মক বৃষ্টিপাত হয়েছে। সেই জল নামার ফলে জল আরও বেড়েছে। আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তা এসেছেন।

এখানে ত্রাণ শিবির, রান্না করা খাবার বিলি, পানীয় জল, মেডিকেল ক্যাম্প সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। মেদিনীপুরের একটি জায়গায় বাঁধে সমস্যা হয়েছে। আমি যেখানে যাচ্ছি। আমাদের সেচ দপ্তরের কর্মীরা বাঁধের উপর লক্ষ্য রাখছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই দলটি এসেছে। তিনি ঘাটালের মানুষের পাশে আছেন।