দিন কয়েক আগেই খুন হয়েছেন মালদহ জেলা তৃণমূলের দাপুটে নেতা দুলাল সরকার ওরফে বাবলা। সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আরও এক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে প্রকাশ্যে এসেছে শাসক দলের গোষ্ঠী কোন্দল।
অভিযোগ, ‘পথের কাঁটা’ দুলালকে সরাতে ৫০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। ভাড়া করা হয়েছিল ‘শার্প শুটার’। সেই ঘটনাকে কেন্দ্র করে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই আরও এক পঞ্চায়েত প্রধানকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেওয়া হল খুনের হুমকি। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্রর ছবি দেওয়ার পাশাপাশি অডিও বার্তায় দেওয়া হয় হুমকিও। তাতে বলা হয়, ‘এটা শুধু ট্রেলার, পিকচার এখনও বাকি’।
Advertisement
ক্যানিং ১ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডলকে বুধবার রাতে হোয়াটস অ্যাপে একটি বার্তা পাঠান হয়। আর তাতেই এই ‘হুমকি’। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে পঞ্চায়েত প্রধান। ইতিমধ্যেই তিনি দ্বারস্থ হয়েছেন থানার।
Advertisement
অভিযোগ, রাতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রর ছবি দেওয়ার পাশাপাশি আরও বলা হয়, ‘এখন শুধু ছবি পাঠালাম। আগামী দিনে আপনাকে ছবি করব’। ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিধায়ক পরেশরাম দাস বলেন, ‘গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। একটা ভয়েস মেসেজ ও ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিরোধী বা দুষ্কৃতীরা কর্মীনেতাদের খুন করার চেষ্টা করবে’।
Advertisement



