রথযাত্রা উৎসবে এবার গামছা দিয়ে জগন্নাথ দেবের মূর্তি গড়ে সকলকে তাক লাগিয়ে দিলেন পূর্ব বর্ধমানের এক স্কুল শিক্ষক। কথায় বলে শিল্পী আপন মনের মালিক, শিল্পীর শিল্পকর্ম অনুমান করা সাধারণের কাজ নয়। শিল্পীর শিল্পসত্তা যে কত রকমের হতে পারে তাই যেন প্রকাশ করলেন পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা স্কুল শিক্ষক তপন দাস। দিঘার জগন্নাথ মন্দির সহ সারা রাজ্যে যখন রথযাত্রা নিয়ে চারিদিকে হৈচৈ ঠিক তখনই গামছা দিয়ে বানিয়ে ফেললেন ৪ ফুট উঁচু আর সাড়ে ৪ ফুট চওড়া জগন্নাথ মূর্তি। বিভিন্ন রঙের গামছা, কাপড় ছেঁড়া, দড়ি, সুতো, ভেলভেটের বিয়ের কার্ড, কাগজ আর কার্ডবোর্ডের সাহায্য তৈরি এই জগন্নাথ মূর্তি। তৈরি করতে সময় লেগেছে ৩২ দিন।
শিক্ষক তপন দাস এর আগেও কাগজ, কার্ডবোর্ড সহ ফেলে দেওয়া সামগ্রী দিয়ে বানিয়েছেন বিভিন্ন নিপুণ শিল্পকর্ম। তালিকায় রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, কোনার্ক, দক্ষিণেশ্বর, বর্ধমানের কার্জন গেট। তপন দাস জানান, ছোট্ট থেকেই কাগজ, কার্ডবোর্ড ইত্যাদি বিষয়গুলো দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র বানানো তার শখ। দিঘার জগন্নাথ মন্দির নিয়ে যখন চারিদিকে হৈচৈ সেখান থেকেই মাথায় আসে, জগন্নাথ মূর্তি বানাবো। আর এর আগে পুরীর জগন্নাথ এবং কোনার্ক মন্দির বানিয়েছি। মূর্তিপূজায় গামছার ভূমিকা যথেষ্ট তাই বিভিন্ন রঙের গামছা ব্যবহার করেছি। গ্রীষ্মে স্কুলের ছুটিতে বেশি কাজ করেছি, প্রায় ১০ ঘণ্টা টানা কাজ করতে হয়েছে।