• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

বাবা-মাকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার ছেলে

বাবা-মাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের সবং থানার দেভোগ গ্রাম পঞ্চায়েতের খারপোরা এলাকার ঘটনা।

প্রতীকী ছবি

বাবা-মাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের সবং থানার দেভোগ গ্রাম পঞ্চায়েতের খারপোরা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম ভীম হাঁসদা এবং সোম্বারি হাঁসদা। বয়স ৫৬ এবং ৪৮ বছর। তাঁদের ছেলে গোপাল হাঁসদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক তাঁর বাবার মাথায় আঘাত করেন। আর নিজের মাকে গলা কেটে খুন করেন তিনি। প্রতিবেশীদের দাবি, অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন। বাবা-মায়ের মৃত্যুর পর থেকে পলাতক ছিলেন গোপাল। শুক্রবার দুপুরে তাঁর নাগাল পায় পুলিশ।

Advertisement

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, ‘শনিবার সকালে মর্মান্তিক ঘটনার খবর পেয়েছি। পুলিশ দু’জনের দেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ পুলিশ সূত্রে খবর, ধারালো অস্ত্র দিয়ে প্রৌঢ়ের মাথায় আঘাত করে অভিযুক্ত। আর মহিলার গলা কেটে খুন করা হয়েছে।

Advertisement

Advertisement