স্বামীকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবতীর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে। মৃতার স্বামীর অভিযোগ, খুন করা হয়েছে তাঁর স্ত্রীকে। যে বাড়ির সামনে থেকে যুবতীর দেহ উদ্ধার করা হয়েছে তার মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিল্পী বিবি (৩৪)। তিনি পেশায় একজন নার্স ছিলেন। তাঁর বাড়ি মহেশতলার দক্ষিণ জগতলায়। মহরমের কুচকাওয়াজ দেখতে শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন শিল্পীর স্বামী নাসির আলি। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরেও স্বামী বাড়িতে না ফেরায় তাঁকে খুঁজতে পাড়ায় বেরিয়ে যান শিল্পী। গভীর রাতে নাসিরকে ফোন করে এক প্রতিবেশী জানান, বাড়ির কাছাকাছি একটি গলিতে তাঁর স্ত্রীয়ের দেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে স্ত্রীকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান নাসির। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নাসিরের দাবি, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শিল্পীকে উদ্ধার করা হয়েছে। পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে। যদিও নির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ জানাননি নাসির।
নাসিরের দাবি, রাত আড়াইটে নাগাদ তাঁর স্ত্রী তাঁকে ফোন করে জিজ্ঞাসা করেন, তিনি কারও সঙ্গে মারপিট বা ঝামেলা করেছেন কি না। এই নিয়ে নাসির স্ত্রীকে আশ্বস্ত করে বলেন, তিনি কারও সঙ্গে কোনও ঝামেলায় জড়াননি। এর কিছুক্ষণ পরেই শিল্পীর দেহ উদ্ধার করা হয়। নাসিরের দাবি, তাঁর সঙ্গে কারও ঝামেলা হয়েছে এই বলে শিল্পীকে বাড়ি থেকে বের করিয়ে আনা হয়েছিল। এরপর তাঁর সঙ্গে জোরজবরদস্তি করার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা পেলে তাঁকে খুন করা হয়। স্ত্রীয়ের মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখলেও গোটা বিষয়টি সামনে আসবে বলে দাবি করেছেন নাসির।
রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। যে বাড়ির সামনে থেকে শিল্পীর দেহ উদ্ধার করা হয়েছিল তার মালিককে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধন্দে রয়েছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি পরিষ্কার হতে পারে বলে মনে করছেন তাঁরা।