• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রাস্তা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হুগলিতে

বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল হুগলির পুরশুড়া থানা এলাকার এক যুবকের। মৃতের নাম সাকির মিদ্যা।

প্রতীকী চিত্র।

বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল হুগলির পুরশুড়া থানা এলাকার এক যুবকের। মৃতের নাম সাকির মিদ্যা বলে জানা গিয়েছে। যুবকের দেহ উদ্ধারের পর থেকেই নিখোঁজ বন্ধুরাও। পথ দুর্ঘটনার কবলের পড়ে মৃত্যু, না কি খুন করা হয়েছে যুবককে? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তদন্তে নেমে যুবকের বন্ধুদের খুঁজছে হুগলি জেলা পুলিশ।

সূত্রের খবর, পেশায় সোনার কারিগর সাকির থাকেন মুম্বইয়ে। দিন চারেক আগেই বাড়ি ফিরেছেন তিনি। তারপর সোমবার সন্ধ্যায় দুই বন্ধুর সঙ্গে বাইক নিয়ে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে মধ্যরাতে রাস্তার ধার থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। দেহের কিছু দূর থেকেই মেলে বাইকও।

Advertisement

সূত্রের খবর, সেই সময় ওই রাস্তা দিয়েই আসছিলেন প্রাক্তন জেলা সভাপতি মেহবুব রহমান। তিনিই রাস্তার ধারে যুবককে পড়ে থাকতে দেখে পুরশুড়া থানায় খবর দেন। তারপর পুলিশ দিয়ে যুবককে উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

Advertisement

অন্যদিকে স্থানীয়দের দাবি, মধ্যরাতে রাস্তা থেকে বিকট শব্ধ এসেছিল। তারপরেই উদ্ধার করা হয় যুবকের দেহ। ঘটনাকে ঘিরে পুলিশে দাবি, যুবকের বন্ধুদের খুঁজে বের করা গেলেও ঘটনার সত্যতা জানা যাবে।

Advertisement