• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

চা বাগানে উদ্ধার তরুণীর দেহ

সারাদিন নিখোঁজ থানার পর গভীর রাতে চা বাগান থেকে উদ্ধার হল তরুণীর মৃত দেহ। আলিপুরদুয়ারের দলসিংপাড়া চা বাগানের ঘটনা।

প্রতীকী চিত্র।

সারাদিন নিখোঁজ থানার পর গভীর রাতে চা বাগান থেকে উদ্ধার হল তরুণীর মৃত দেহ। আলিপুরদুয়ারের দলসিংপাড়া চা বাগানের ঘটনা। পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজিত জনতা ভুটানগামী সড়ক আটকে প্রতিবাদ দেখাতে থাকেন। পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল বছর বাইশের তরুণী। দিন পেরিয়ে রাত নামলেও বাড়ি ফিরে যায়নি সে। পরে পরিবার এবং স্থানীয়েরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করলে গভীর রাতে দলসিংপাড়া চা বাগান থেকে উদ্ধার হয় তরুণীর মৃত দেহ। ঘটনায় পরিবারের অভিযোগ, মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অন্যদিকে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে তরুণীর প্রেমিক বাবলু তেলিকে।

Advertisement

Advertisement

Advertisement