১৫ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এক আধিকারিক। অবশেষে সন্ধান মিলল তাঁর। রাষ্ট্রায়ত্ত কারখানার ভিতর থেকেই উদ্ধার হল দেহ। নিহতের নাম, সমিত ভট্টাচার্য। তিনি ডিএসপির আরএমএইচপি বিভাগের জিএম (অপারেশন)। শনিবার মধ্যরাতে উদ্ধার হয় তাঁর দেহ। নাইট শিফট চলাকালীন জংশন ২৫ বাঙ্কারের লিফটের নিচ থেকে গতকাল রাত ২টো ৫০ মিনিট নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের কথা জানানো হয় কারখানা থেকেই। কারখানার রুটিন পরিদর্শনে গিয়ে অন্য এক আধিকারিকের চোখে পড়ে দেহটি।
কারখানার তরফ থেকে দেহ উদ্ধার হলে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ । পুলিশের পক্ষ থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনাটি ঘটল তা নিয়ে সিআইএসএফ, পুলিশ ও ডিএসপিও নিজের মতো করে তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে। দেহটি লিফটের নিচে কী করে গেল তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার ডিআইসি বিপি সিং-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
Advertisement
উল্লেখ্য, নিহত সমিত বাবু দুর্গাপুর ইস্পাত কারখানার মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট বিভাগের জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
Advertisement
শনিবার সকাল ১১টা নাগাদ প্রতিদিনের মতো কারখানায় কাজে যোগ দেন সমিত বাবু। কারখানায় ঢোকার পর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর ফোনে যোগাযোগের চেষ্টা করেন তাঁর সহকর্মীরা। কিন্তু তাঁর মোবাইল ফোনটি ক্রমাগত বেজে গেলেও সেটি কেউ ধরছেন না। ঘটনার খবর চাউড় হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় শ্রমিক মহলে। দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাঁড়িতে মিসিং ডায়েরি দায়ের করা হয়। রাতে লিফটের নিচ থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
Advertisement



