• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

দিঘা-কলকাতা সরকারি বাসে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১১

সরকারি বাসে গাঁজা পাচারের চেষ্টা। পূর্ব মেদিনীপুরের কাঁথি বাইপাস পুলিশি অভিযানে গ্রেপ্তার ১১। উদ্ধার প্রায় ২০০ কেজি গাঁজা।

সরকারি বাসে গাঁজা পাচারের চেষ্টা। পূর্ব মেদিনীপুরের কাঁথি বাইপাস পুলিশি অভিযানে গ্রেপ্তার ১১। উদ্ধার প্রায় ২০০ কেজি গাঁজা। কোথা থেকে কোথায় গাঁজা পাচার করা হচ্ছিল, তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ। গাঁজা ছাড়া অন্য কোনও মাদক প্রচারের সঙ্গে এরা যুক্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর মিলেছিল বাসে করে গাঁজা পাচারের ছক কষেছে বেশ কয়েকজন পাচারকারী। সেই মতো কাঁথি বাইপাসের ওপর তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে একটি সরকারি বাস থামিয়ে শুরু হয় তল্লাশি। কয়েকজনের ব্যাগ খুলতেই পর্দাফাঁস হয় গোটা চক্রের।

ধৃতদের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২০০ কেজি গাঁজা। ৩ মহিলা সহ ১১ জন গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, পুলিশের চোখে ধুলো দিতেই সরকারি বাসে করে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, এর আগেও ওড়িশা থেকে কলকাতা-সহ বাংলার বিভিন্ন জেলায় গাঁজা পাচার করেছে এই পাচারকারীরা।

কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, কাঁথি বাইপাসে একটি সরকারি বাসে তল্লাশি চালানোর সময় ২০০ কেজিরও বেশি গাঁজা পাওয়া গিয়েছে। ৮ জন পুরুষ এবং ৩ জন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। কখন প্রাইভেট গাড়িতে, কখনও আবার সরকারি বাসে এরা গাঁজা পাচার করছে। আরও বেশ কয়েকটি গাঁজা পাচারের দল সঙ্গে যুক্ত রয়েছে। তাদেরকেও গ্রেপ্তার করা হবে।

পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে গাঁজা নিয়ে বর্ধমান হয়ে কলকাতার উদ্দেশ্যে পৌঁছে দেওয়া হত এই গাঁজা। কয়েক মাস আগে বেসরকারি বাস বা ট্রাকের বিভিন্ন সামগ্রীর মধ্যে গাঁজা ভরে তা পাচারের চেষ্টা করলেও ধরা পড়ে যায় পাচারকারীরা। তাই এবার সরকারি বাসকে হাতিয়ার করেছিল পাচারকারীরা।

সপ্তাহখানেক আগে পশ্চিম বর্ধমান জেলায় মাছ বোঝাই ট্রাক থেকে প্রায় উদ্ধার হয় প্রায় দুই কুইন্টাল গাঁজা। পুলিশ গাড়ির চালক ও সহায়ককে আটক করে। মাছের পেটির বরফের ওপর মাছ রাখা ছিল। কিন্তু সেই মাছ সরাতেই দেখা যায়, থরে থরে সাজানো রয়েছে গাঁজার প্যাকেট।