ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল উত্তর ২৪ পরগণার আমডাঙায়। বৃহস্পতিবার দুপুরবেলা প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। শোরগোল পড়ে যায় চারিদিকে। বেআইনি গ্যাস কারখানার থেকে এমনটা ঘটেছে, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্র মারফৎ খবর, আমডাঙার উলুডাঙা অঞ্চলে একটা বেআইনি গ্যাসের কারখানা অনেকদিন ধরেই ছিল। সেখানেই হঠাৎ সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড শুরু হয়। আগুন ধরে যায় চারিদিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটা সিলিন্ডারের অর্ধেকটা বিস্ফোরণের ফলে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে তা ছিটকে পড়ে। সেখান থেকেই আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বিভিন্ন বাড়িতে। আতঙ্কজনিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। আশ্রয় নেন মাঠে। খবর পাওয়া মাত্র দমকল ঘটনাস্থলে পৌঁছায়। যদিও স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় আধঘণ্টা পরেও দমকল পৌঁছোয়নি।
Advertisement
ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলবাহিনী। আমডাঙা থানার পুলিশও দ্রুত পৌঁছে যায় ওখানে। পরিস্থিতি স্বাভাবিক হলেও জনরোষের শিকার হন পুলিশবাহিনী। বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি স্বাভাবিক করতে ৩৪ নং জাতীয় সড়কে যানচলাচল বন্ধ রাখা হয়। এর ফলবশত যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ে চলাচলকারী যানবাহন।
Advertisement
Advertisement



