রেলের টিকিট কাউন্টারের সামনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। শনিবার সকালে হিন্দমোটর রেল স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবককে স্থানীয় বাসিন্দারা ধরে বেধড়ক মারধর করে এবং জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে হিন্দমোটর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। সেই সময় এক যুবক সাইকেল চড়ে এসে তাঁর উপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। আতঙ্কিত তরুণী চিৎকার করলে ছুটে আসেন আশপাশের স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযুক্তকে ধরে খুঁটিতে বেঁধে মারধর শুরু করেন।
পরে উত্তেজিত জনতা অভিযুক্ত যুবকের গলায় জুতোর মালা পরিয়ে দেয় এবং উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত যুবকের বাড়ি বিহারে বলে জানা গিয়েছে। সে হিন্দমোটরে তার কাকার ফুচকার দোকানে কাজ করত। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (জোন–২) অর্ণব বিশ্বাস বলেন, ‘ঘটনার পর তরুণী সেখান থেকে চলে যান। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।’
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। উত্তরপাড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর কংসবণিক বলেন, ‘এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের এলাকায় আগে কখনও এমন কিছু ঘটেনি। স্থানীয় মানুষজনের তৎপরতায় অভিযুক্তকে ধরতে পেরেছে পুলিশ।’