বারুইপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে কয়েকজন যুবক। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন তাঁরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাড়ি লাগোয়া একটি দোকানে গিয়েছিল ওই নাবালিকা। সেই সময় তাকে ভয় দেখায় অভিযুক্তরা। জোর করে নাবালিকাকে এলাকার এক নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। নাবালিকা চিৎকার করলেও কোনও লাভ হয়নি। এলাকায় একটি অনুষ্ঠানে মাইক বাজায় সেই চিৎকার কেউ শুনতে পায়নি।
Advertisement
এদিকে বাড়ির পাশের দোকান থেকে মেয়ে না ফেরায় চিন্তায় পড়েন ওই নাবালিকার মা। খুঁজতে খুঁজতে ওই বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে পান মহিলা। মহিলাকে দেখে পালায় দুই যুবক। প্রথমে বিষয়টি গোপন রাখেন তিনি। পরে অবশ্য ঘটনার কথা খুলে বলেন প্রতিবেশীদের। শনিবার সকালে ওই বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় লোকজন। আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
Advertisement
Advertisement



