বাজারে ভেজাল ঘি’র কারবার রুখতে নদিয়ার শান্তিপুরে ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা। বুধবার ফুড সেফটি আধিকারিকদের সঙ্গে নিয়ে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি লক্ষীনারায়ণ দে-র নেতৃত্বে শান্তিপুর থানার পুলিশের সহযোগিতায় ফুলিয়া এলাকার একাধিক বাড়িতে হানা দেয় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
এদিন এই সমস্ত বাড়ির থেকে ঘি তৈরির সরঞ্জাম এবং তৈরি থাকা ঘিয়ের একাধিক নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষা করিয়ে ল্যাবরেটরি টেস্টের জন্য নমুনা নিয়ে যান ফুড সেফটি আধিকারিকরা। তবে এর আগেও ফুলিয়া এলাকা থেকে একাধিক বার ভেজাল ঘি উদ্ধার করেছিল পুলিশ। তবে এবার আবারও গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই হানা বলে জানা যায় ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে। তবে তারা জানিয়েছেন, যদি এই ঘিয়ের পরীক্ষায় কোনোরকম ভেজালের প্রমান উঠে আসে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ কড়া হবে।
Advertisement
Advertisement
Advertisement



