নাবালিকাকে শারীরিক নির্যাতন, ২০ বছরের কারাবাস অভিযুক্তের

৯ বছরের নাবালিকাকে শারীরিক নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের কারাবাসের নির্দেশ দিল আদালত। ঘটনাটি জলপাইগুড়ি জেলার পাহাড়পুরের ডিংপাড়া এলাকার। অভিযোগ, ৯ বছরের এক বাচ্চা মেয়েকে খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে প্রায়ই নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্থা করতেন অভিযুক্ত আজিদার রহমান।

ঠিক একই রকম ভাবে ২০২৪ সালের ৩ অক্টোবর ফের নাবালিকা মেয়েটিকে খাবার খাওয়ানোর নাম করে বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালান ওই অভিযুক্ত। কিন্তু এবার বাচ্চা মেয়েটির বোন সবটা দেখে ফেলে সঙ্গে সঙ্গে নিজেদের বাড়িতে জানায়। কোতোয়ালি থানায় মামলা রুজু হওয়ার পর মামলাটির তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন সাব-ইন্সপেক্টর উপাসনা গুরুং। দ্রুত তদন্ত শেষে জমা করেন চার্জশিট। সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অভিযুক্তকে ৫০,০০০ টাকা জরিমানা সহ ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।