চিনা মাঞ্জার বলি প্রাক্তন জওয়ান

প্রতীকী চিত্র

নিষেধাজ্ঞা জারির পরও বিকোচ্ছে চিনা মাঞ্জা। এর জেরে ফের এই মাঞ্জার বলি হলেন প্রাক্তন সেনা জওয়ান। বুধবার দুপুরে খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম গৌতম ঘোষ। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার খড়দহে। গৌতম সেনাবাহিনীতে ছিলেন। বর্তমানে তিনি কলকাতা বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। অন্যান্য দিনের মতো বুধবার বিশ্বকর্মা পুজোর দিন বাইকে চেপে কাজে যাচ্ছিলেন গৌতম। কল্যাণী এক্সপ্রেস ধরে যাওয়ার সময় খড়দহের কাছে হঠাৎ চিনা মাঞ্জায় তাঁর গলা কেটে যায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন তিনি।

রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি গৌতমকে উদ্ধার করে খড়দহের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগেও চিনা মাঞ্জায় শহরে প্রাণহানির ঘটনা ঘটেছে। মা ফ্লাইওভারে এই ধরনের দুর্ঘটনা বেশি ঘটে। সেই কারণে পদক্ষেপও করেছে রাজ্য সরকার। চিনা মাঞ্জা বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দুর্ঘটনা কমানো যাচ্ছে না।