ভয়াবহ দুর্ঘটনার মুখে যাত্রীবোঝাই বাস। দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবোঝাই বাসের। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে থাকা একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন প্রায় ৫ জন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের মন্তেশ্বরের গিরিনগর এলাকায়।
ঘটনাস্থল থেকে দ্রুত আহতদের মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপরে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। দুর্ঘটনার ফলে বাসটির সামনের অংশে বিরাট ভাবে ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটিকে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। বাসের ধাক্কায় ক্ষতি হয়েছে বাড়িটিরও।
প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, কাইগ্রাম থেকে মেমারির দিকে আসছিল বাসটি। বাসটি যখন গিরি নগর এলাকায় এসে পৌঁছায় তখন কুসুমগ্রাম থেকে দ্রুত বেগে আসা একটি ট্রাক এসে বাসটিকে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে যায়। ঘটনায় চালক ও খালাসি সহ ৫ জন গুরুতরভাবে জখম হন। তিনজনের অবস্থা গুরুতর।